সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার অফিস সহকারি পপি রানী তালুকদার (২৯) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় গভীর শোক জানিয়েছেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, পপি রানী তালুকদার একজন সৎ এবং পরিশ্রমি অফিস সহকারি ছিলেন। অফিসে আসার পথে সিলেট-তামাবিল সড়কের খাদিম এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
নিহত পপি রানী তালুকদার (২৯) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বল্লবপুর গ্রামের পাবেল সরকারের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে সিলেট সদর উপজেলা পরিষদের কোয়ার্টার-২ এ থাকতেন। তার দুটি শিশুসন্তান রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিলেট-তামাবিল সড়কের খাদিম এলাকায় তাঁকে জাফলংগামী একটি মাইক্রোবাস সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা পপি রানী তালুকদারকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।