সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১২ টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে দিরাই উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (১২ জুন) উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের নেতৃত্বে উপজেলার ভাটিপাড়াসহ পার্শ্ববর্তী গ্রামে নিহতদের প্রত্যেক পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন। এ সময় শোকে কাতর নিহতদের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের স্ত্রী-সন্তানের সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা আওয়াী লীগ নেতা আসাদ উল্লাহ, ভাটিপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী, ইউপি সদস্য মামুন চৌধুরী, ছামিন নুর, সমছুল ইসলাম, কলিম উদ্দিন ও কামনাশীষ রায় লিটন প্রমুখ।
উল্লেখ্য ৭ জুন বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের ৯ জনসহ দিরাইয়ের ১২ জন নির্মাণ শ্রমিক নিহত হন। তারা হলেন-ভাটিপাড়া গ্রামের সৌরভ, মেহের, বাদশা, রশিদ মিয়া, ছায়েদ নুর, আলীনগরবগ্রামের হারিছ আলী,মধুপুর গ্রামের বাদশা মিয়া , দুদু মিয়া,গচিয়া গ্রামের সিজিল মিয়া, একলিম মিয়া, দুলাল মিয়া, মুরাদপুর গ্রামের আওলাদ হোসেন প্রমূখ।