মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ভানুগাছ বাজারে অনুষ্ঠিত পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কোনো শব্দ নেই, বাংলাদেশ আমাদের সবার। সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কারো পাঁতা ফাঁদে পা দেওয়া যাবে না।’
শনিবার (২৪ আগস্ট) বিকালে কমলগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে খাদ্যা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে একটা পরিবর্তন হয়েছে, যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদেরকে কবুল করুন। বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রধান টার্গেট ছিল জামায়াতে ইসলামী। জামায়াতের অনেক নেতাকর্মী গুম, খুনের স্বীকার হন।এতো অত্যাচারের পরও জামায়াত ইসলামী টিকে আছে পালিয়ে যায়নি। তিনি আরও বলেন বীর কখনো পালায়না।’
বিডিআর বিদ্রোহের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেনাবাহিনীর কোমর ভেঙ্গে দিতে বিডিআর বিদ্রোহের ষড়যত্র করে দেশপ্রেমিক ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে শেখ হাসিনা। বিডিআর এর নাম, লগু পরিবর্তন করে সীমান্তের চৌকিদার বাহিনীতে পরিনত করা হয়।’
ছাত্র-জনতাকে ধন্যবাদ জানিয়ে জামায়েতে আমীর বলেন, ‘ছাত্র জনতার রক্তের বিনিময়ে এদেশ জালিম মুক্ত হয়েছে।’
কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাসুক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির এড. ফখরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ শাহ জাহান আলী, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা নায়েবে আমির আব্দুর রহমান, ঢাকা পল্টন থানা জামায়াতের আমির শাহীন আহমেদ খাঁন, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী প্রমুখ।