সংকটকালে ইমামদের এগিয়ে আসতে হবে : জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সম্পদসহ রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে দেশের মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ইমামদের ভূমিকা প্রশংসনীয়। জাতীয় যে কোনো সংকটকালে মসজিদের ইমামগণ অতীতে যেভাবে কাজ করেছেন, সেভাবে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সম্পদের চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা ও সিস্টেম লসের বিরুদ্ধে ইমামদেরকে এগিয়ে আসতে হবে। তবেই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখা আয়োজিত ‘বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সম্পদের অপচয় রোধ ও বৃষ্টির পানি সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ইমামদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান আলোচক হিসেবে সেমিনারে বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো. জালাল উদ্দিন ভুঁইয়ার পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মো. আবু ছিদ্দিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মার্ভেলাস ট্রাভেলসের সত্ত্বাধিকারী নজরুল ইসলাম, ইমাম সমিতির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, অর্থ সম্পাদক হাফিজ মাওলানা আকমল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মাওলানা আব্দুল মতিন, পৌরসভার সভাপতি মাওলানা ওয়ারিছ উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা হাফিজ মাছুম আহমদ, ওসমানীনগর উপজেলার সভাপতি মাওলানা আবুল বাশার ও বালাগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা নুমান আহমদ কাওছার। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কায়েছ আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতী ফয়জুল হক জালালাবাদী, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা মুফতী আবুল হাসান, মাওলানা মুজাহিদুল ইসলাম চৌধুরী, হাফিজ মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা শামসুজ্জামান, মুফতী মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন সরকারের উদ্দেশে বলেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা সম্পূর্ণরূপে সরকারিভাবে বাস্তবায়িত হলে মসজিদের ইমামগণ জাতীয় অগ্রগতি ও উন্নয়নে আরও বলিষ্ট ভূমিকা পালন করতে পারবেন।