আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহিদ দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রতি বছরের মত এবারও সাংস্কৃতিক সংগঠন শ্রুতি আয়োজন করেছে ঐতিহ্যবাহী বর্ণমালার মিছিলের।
২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় শ্রুতি পুরানলেনস্থ কার্যালয় হতে বর্ণমালার মিছিল শুরু হবে।
অনুষ্ঠানমালায় থাকবে একুশের গান, কবিতা পাঠ ও বর্ণমালার মিছিল। এতে সকলের উপস্থিতি একান্ত ভাবে কামনা করা হয়েছে।
উল্লেখ্য, শ্রুতির বর্ণমালার মিছিল এবারের দ্বি বিংশতম আয়োজন।
শ্রুতির সদস্যসচিব সুকান্ত গুপ্ত জানান, ‘বাংলা ভাষার জন্য আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে। তাই ভাষা দিবসকে গভীরভাবে উপলব্ধি করা আমাদের নৈতিক দায়িত্ব। বর্ণমালার মিছিলের মাধ্যমে বাংলা ভাষার আবেদন তরুণ প্রজন্মের কাছে আরও বেশি করে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস।’