শ্রীমঙ্গল উপ-নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে ৬ জন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন৷
মঙ্গলবার(২৮জুন) শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেনের কাছে জমা দেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভাইস চেয়ারম্যান পদে ভাড়াউড়া চা বাগানের কেশব বারই, বরুনা গ্রামের মোহাম্মদ লিটন আহমেদ, সবুজবাগ আবাসিক এলাকার পরিমল দাশ, কালীঘাট সড়কের সোহেল কানু, বিরাইমপুর আবাসিক এলাকার এনাম হোসেন চৌধুরী মামুন , বারিধারা আবাসিক এলাকার দেলোয়ার হোসেন রাহিদ মনোনয়ন দাখিল করেন। এ নির্বাচনে মনোনয়নপত্রগুলো বাছাই হবে ৩০ জুন, আপিল করা যাবে ১ থেকে ৩ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৭ জুলাই, প্রতীক বরাদ্দ হবে ৮ জুলাই ও ভোট গ্রহণ ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। সবগুলো কেন্দ্রতে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণ করা হবে৷

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আমরা আজ ৫ টা পর্যন্ত ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছি। নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে আমরা কাজ করছি।

উল্লেখ্য শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে থাকা প্রেমসাগর হাজরা গত বছরের ৯ সেপ্টেম্বর চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। এরপর থেকেই পদটি শূন্য অবস্থায় ছিলো৷