শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গনে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ মে) সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজের আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষনা দেয় শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের নৈতিক দাবি নিয়ে দাঁড়িয়েছি। আশা করি সবাই আমাদের দাবিগুলো বুঝতে পেরেছেন। আমাদের একটাই দাবি, কয়েক বছর ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে ময়লার ভাগাড় তৈরি হয়েছে, এর দ্রুত অপসারণ চাই। এর আগেও ময়লার ভাগাড় অপসারণের জন্য সিনিয়র ভাই-আপুরা আন্দোলন করেছেন, কিন্তু কোনো ফলপ্রসূ পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা আরো বলেন, বর্ষাকালে বৃষ্টির পানি ময়লার ভাগাড় হয়ে স্কুল-কলেজ-মাদ্রাসায় ঢুকে পড়ে। তখন আমাদেরকে নানা বিড়ম্বনা ও ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া এই ময়লার স্তুপ ঘিরে কুকুরদের আনাগোনা লেগেই থাকে। আর এই কুকুরের আক্রমণে অনেক শিক্ষার্থী আহতও হয়েছেন। শুধু তাই নই, এই ময়লা আবর্জনার মাধ্যমে আমাদের নানারকম স্বাস্থ্যহানি হচ্ছে। সমস্যার বিষয়ে পৌর মেয়রের কাছে আবেদন করেও এর সমাধান মেলেনি।

তাই যতক্ষণ পর্যন্ত এই ময়লার ভাগার অপসারণ করা না হচ্ছে, সে পর্যন্ত আন্দোলন চলবে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী উম্মে নাফিসা মাইমুনাহ, দীপ্ত পাল, রানা প্রমুখ।

এএইচএম/০২