মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
রোববার (১২ মে) রাত ১০টায় শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগান এলাকা থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, খাইছড়া বাগানে পল্লীবিদ্যুত সমিতির লোকজন বিদ্যুতের খুঁটিতে কাজ করছিলেন। এমন সময় পল্লীবিদ্যুতের লাইনম্যান সুজিত দেব ও আক্তার হোসেন রাস্তার উপর একটি অজগর সাপ দেখতে পান।
তিনি আরো জানান, পল্লী বিদ্যুতের কর্মীরা অজগর সাপটি উদ্ধার করতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করেন। খবর পেয়ে রাতে খাইছড়া চা বাগান থেকে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর রাতেই অজগর সাপটিকে বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সংশ্লিষ্টরা।