শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা ও প্যারেড পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২২ উদযাপন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন।
স্বাধীনতা যুদ্ধের সারকথা ও মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অনুমিত হিসাব সম্পর্কিত সংসদে কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল- শহিদুল হক মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) এ কে এম ফজলুল হক।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।