শ্রীমঙ্গলে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র‍্যালী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব হার্ট দিবস- ২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রুমে শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্রীমঙ্গল উপজেলা হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হার্ট ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, বালাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মামুন আহম্মেদ, ফারিয়ার সভাপতি দেবব্রত দেব হাবুল প্রমুখ।

বক্তারা হার্টের রোগীদের সচেতন হতে কর্মসূচী গ্রহণ করার পক্ষে মতপ্রকাশ করে বলেন, সবাইকে নিয়ে হাটা শুরু করলে মানুষের কিছু বদ অভ্যাস লাঘব হবে এবং হার্ট ভালো থাকবে।

আলোচনা শেষে একটি র‍্যালী উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুহ রোডে শেষ হয়। আলোচনা সভায় ভারচুয়াল প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছেন সাবেক চিফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শ্রীমঙ্গল উপজেলা হার্ট ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ এমপি।