শ্রীমঙ্গলে বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের আওতায় রিকশা বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের আওতায় ১০ জন উপকারভোগীর মধ্যে ১০টি রিকশা বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড.মো: আব্দুস শহীদ-এর বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ জনের কাছে রিকসা হস্তান্তর করেন উপাধ্যক্ষ ড.মো: আব্দুস শহীদ।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সমাজসেবা অফিসার শোয়েব হোসেন চৌধুরীর প্রমুখ।

সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী জানান, আজকে দশ জন উপকারভোগীর মাঝে ১০ টি নতুন রিকশা বিতরণ করা হয়েছে। আগামী সপ্তাহে আরও ১৫ জনের কাছেও ১৫ টি রিকশা তুলে দেয়া হবে।