শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেল ৪ নারী প্রশিক্ষণার্থী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রধানমন্ত্রীর উপহার পেল নিরালা খাসিয়া পুঞ্জির সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নৃ-গোষ্ঠীর ৪ নারী প্রশিক্ষনার্থী।

দূর্গম এলাকার বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ নভেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

তাদের হাতে ৪টি সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার। আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইয়াসিন আরাফাত রবিন এবং নিরালা খাসিয়া পুঞ্জির সহকারী মান্ত্রী এলভিস পতাম।

প্রসঙ্গত, উপজেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন।