মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের হাইল হাওর সংলগ্ন পশ্চিম ভাড়াউড়া এলাকায় বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে পাখি শিকারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার।
অভিযানে ৫টি বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি শিকারের অপরাধে খাজা মিয়া নামে এক ব্যক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ মোতাবেক ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় পাখি ও পাখি শিকারে ব্যবহৃত জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত ৫টি পাখির মধ্যে জীবিত ৪টিকে সকলের উপস্থিতিতে অবমুক্ত করা হয় এবং পাখি শিকারে ব্যবহৃত জাল ঘটনাস্থলে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, র্যাব-৯ ও সাংবাদিকরা।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার।