শ্রীমঙ্গলে কলাবতী শাড়ির উদ্ভাবক রাধাবতী দেবীকে সম্মাননা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা শীর্ষক তৃণমূল মহিলা সমাবেশে কলাগাছের সুতা দিয়ে কলাবতী শাড়ির উদ্ভাবক রাধাবতী দেবীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে শহরের ভানুগাছ সড়কস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শের তৃণমূল নারী সমাজ এর আয়োজনে অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা শীর্ষক তৃণমূল মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আকরাম খান, সাংগঠনিক সম্পাদক মো. ছালিক আহমেদ, শ্রীমঙ্গল পৌরসভার মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার ও শারমিন জাহান প্রমুখ।

এছাড়াও সমাবেশে নারী উদ্যোক্তা ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। এসময় কলাগাছের আঁশের সুতা দিয়ে কলাবতী শাড়ির উদ্ভাবক রাধাবতী দেবীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।