শ্রীমঙ্গলে আরো ১৬২টি পরিবার পাচ্ছে নতুন ঠিকানা

‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে শ্রীমঙ্গলে আগামী ৯ আগস্ট ২য় ধাপের চতুর্থ পর্যায়ে নির্ধারিত ভূমিহীন ও গৃহহীন ১৬২টি পরিবার পাচ্ছে নতুন ঠিকানা।

এ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগানকে সামনে রেখে সোমবার ৭ আগস্ট বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা প্রশাসন।

এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তরফদার লিখিত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ আগস্ট সকাল ৯ ঘটিকায় সারা দেশে একযোগে ৪র্থ পর্যায়ের ২য় ধাপের গৃহ হস্তান্তর কাজের শুভ উদ্বোধন করবেন। ৪র্থ পর্যায়ের ২য় ধাপে শ্রীমঙ্গল উপজেলার ১৬২টি ভূমিহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হবে এবং এর মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার মোট ৯৬০টি ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসন সম্পন্ন হবে।

উল্লেখ্য, ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশের ০৯টি জেলার সকল উপজেলাসহ ২১১টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। শ্রীমঙ্গলে ৯৬০টি ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসন সম্পন্ন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন।