মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশের ডাকাতবিরোধী অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ জুন) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার ভানুগাছ রোডস্থ বিটিআরআই সংলগ্ন ফিনলের রাবার বাগান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের অন্য সঙ্গীরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার করিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে মো. মুন্না মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের তায়েব মিয়ার ছেলে শাহিন মিয়া ওরফে দানা মিয়া (৩৭)।
অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল থানার এসআই আসাদুর রহমান ও এসআই সুব্রত চন্দ্র দাস। অভিযানকালে ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি লোহার তৈরি ডেগার, ১টি স্টিলের করাত, ১টি স্টিলের রুল, ১টি কাঠের রুল ও ১টি সাইকেলের চেন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিং করে এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার ওসি মো. শামীম অর রশীদ তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির প্রমুখ।
ব্রিফিংয়ে আটককৃত ডাকাতদের দেয়া তথ্যমতে পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সী।