শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে আলোচিত ও চাঞ্চল্যকর পর্যটক হত্যা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ধলাদিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলার অন্যতম প্রধান আসামী ওসমান গণি(৩৪)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওসমান গণি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বচইড় (খলিল বাড়ী) এলাকার মোঃ ইসমাইল মিয়ার ছেলে।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রির্সোট এর বৃষ্টি বিলাশ কটেজের ২য় তলার ০৫ নং কক্ষের বিছানার উপর থেকে শরীফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মাথা থেতলানো রক্তাক্ত লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় ০৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ২৭/২৬১, তারিখ- ২৮ আগস্ট ২০২৩।
র্যাব জানায়, নিহত শরীফুল ইসলাম (৪০) একজন কার্টন ব্যবসায়ী ছিলেন। বিগত ২৪ আগস্ট রাতে অন্যান্য আসামীদের সাথে বেড়ানোর জন্য শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ঢাকা হতে রওয়ানা হন। পরবর্তীতে, ২৫ আগস্ট সকালে ভিকটিম শরীফুল ইসলাম (৪০) অন্যান্য আসামীদের সাথে শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রির্সোট এর বৃষ্টি বিলাশ কটেজের ২য় তলার ০৫ নং কক্ষে উঠেন। গত ২৭ আগস্ট তাদের কটেজ ত্যাগ করার কথা থাকলেও রির্সোটের কর্মচারীরা দীর্ঘক্ষণ দরজা নক করে ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে শ্রীমঙ্গল থানায় অবহিত করে। এরপর পুলিশ রিসোর্টে গিয়ে কক্ষের ভেতর ঢুকে শরীফুলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। পুলিশ তল্লাশী কালে কটেজের দক্ষিণ পাশের জঙ্গল থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি কাঠের টুকরা উদ্ধার করে।
চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে মৌলভীবাজারসহ দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। অবশেষে শুক্রবার মধ্যরাতে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।