মৌলভীবাজারের শ্রীমঙ্গলের অন্যতম দর্শনীয় স্থান হাইল হাওরের বাইক্কা বিলে ৯ দিন পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। নির্মিত স্থাপনা সংস্কারকাজের জন্য সোমবার (২৬ ডিসেম্বর) এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও আলী রাজিব বলেন, ‘বিলে পর্যটকদের জন্য নির্মিত ব্রিজ, গাড়ি পার্কিং ব্যবস্থা, শৌচাগার সংস্কার করা হবে। এখানে পর্যটকদের জন্য বিভিন্ন প্রাণীর ছবি বাধাই করা রয়েছে। যেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। এসব নতুন করে লাগানো হচ্ছে। পর্যটকদের সাময়ীক অসুবিধা হচ্ছে, তবে নির্ধারিত তারিখের মধ্যে কাজ শেষ করে পর্যটকদের জন্য এই বিল পুনরায় খুলে দেওয়া হবে।’
হাইল হাওরের বাইক্কা বিল পাখি ও মাছের অভয়াশ্রম। এই বিলে সারা বছরই পাখির আনাগোনা থাকে। শীতকালে এখানে অতিথি পাখি দেখা যায়। পাখি দেখতে পর্যটকদের জন্য এখানে আছে ওয়াচ টাওয়ার। প্রায় সারা বছরই এখানে পর্যটকেরা ঘুরতে আসেন।