সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, চালক সংগ্রাম পরিষদের মহানগর সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, আফজাল, রুবেল, নির্মাণ শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মামুন বেপারি, শ্রমিক ফ্রন্ট আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, চা শ্রমিক ফেডারেশনের সন্তোষ গোয়ালা, আরতীর বাউরী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের শ্রমজীবী মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। বেকারদের কাজ নেই, শ্রমিক দের ন্যায্য মজুরি নেই, কৃষক পাচ্ছে না ফসলের ন্যায্য দাম অথচ মাথাপিছু আয় বেড়ে যাওয়ায় গল্প বলছে শাসক গোষ্ঠী।
বক্তারা জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান ও হয়রানি বন্ধ, চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫শত টাকা ও এরিয়ার বিল পরিশোধের আহ্বান জানান। এছাড়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।