শোক দিবস উপলক্ষে আবৃত্তিশিল্পী সংসদের আবৃত্তি প্রতিযোগিতা

আগস্ট বাঙালি জাতির শোকের মাস। ইতিহাসের কলঙ্কিত কালো মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল এ কলঙ্কিত অধ্যায়।

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগের আয়োজনে আগামী ১১ আগস্ট শুক্রবার সকাল দশটায় শারদা হলে অনুষ্ঠিত হবে বিষয় ও বিভাগ ভিত্তিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত কবিতার আবৃত্তি প্রতিযোগিতা।

প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর্যায়ে যেকেউ এতে অংশগ্রহণ করতে পারবে। ক বিভাগ প্রথম হতে চতুর্থ শ্রেণী, খ বিভাগ পঞ্চম হতে অষ্টম শ্রেণী এবং গ বিভাগ নবম হতে দ্বাদশ শ্রেণি। নাম তালিকা ভুক্তির জন্য ০১৭৩৫০২৪২০৫ ফোন নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।