পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, এমপি বলেছেন, আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।’
শনিবার (১ জুন) বিকেলে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি সরকারের সময় মানুষের জানমালের নিরাপত্তা ছিল না। তাদের শাসন আমলে শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের আবির্ভাব হয়েছিল। শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করেছিল বিএনপি সরকার। বিগত সময় জনগণ বিএনপি কে প্রত্যাখ্যান করেছে আগামীতেও করবে।
উপজেলার শাহজালাল কমিউনিটি সেন্টারে উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী অরুন চন্দ্র দাশের সঞ্চালনায় ও সভাপতি শ্রী হরিপদ করের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্রী মনবীর রায় মঞ্জু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী মলয় পুরকায়স্থ, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী আশু রঞ্জন দাশ, জেলা সাধারণ সম্পাদক শ্রী মহিম দে, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জন দাশ, জুড়ী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বদরুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিত শর্মা, পশ্চিমজুড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক প্রভাষক লিটন দত্ত, ছাত্র পরিষদের সদস্য সচিব তপন কান্তি দাস, টিএসএস জুড়ী উপজেলা সভাপতি খোকন দে প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী নকুল চন্দ্র দাশ। এছাড়া ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে জুড়ী টিএন খানম সরকারি কলেজের রসায়ন বিদ্যার সহকারী অধ্যাপক অরুন চন্দ্র দাশকে সভাপতি ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌরাঙ্গ দেবনাথকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।