শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার উদ্যোগে বুধবার (১৫ জুন) বিকেল ৩টায় কুমারগাঁও পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মির্জা জামাল পাশা বলেন, বিএনপি, জামায়াত আওয়ামী লীগকে ধ্বংস করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি একটি নিন্দনীয় বিষয়। তাই সর্বস্তরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। তাদেরকে প্রতিহত করতে সবাই প্রস্তুত থাকতে হবে। যেকোনো সময় কেন্দ্রের নির্দেশ এলে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধ যুব কমান্ডের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নুর আহমদ কামাল, জেলার সহ-সভাপতি এম এ কাহির মিয়া, মুহিবুর রহমান মুহিব, মো. মামুন হোসেন, উস্তার আলী নাদিম, সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ, ফারুক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজান আহমদ জীবন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম আহমদ, মিজানুর রহমান মিজান, এম আর মিজান, মাসুদ রানা, সাইস্তা তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক মিলাদ ছাববাখ, সহ-শ্রম বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন সুহেল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল হক সাদু, দপ্তর সম্পাদক হেলিম খান, মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা খান সেলি, কার্যকরী কমিটির সদস্য হেলাল বক্স দিদার, আব্দুল মান্নান মুমিন, সায়েদ খান, কামাল হোসেন, আব্দুর রউফ প্রমুখ।