সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা তাঁর ক্ষমতাকে ধরে রাখতে দেশে নির্বাচারে গুম-খুন, হত্যাকাণ্ড চালিয়েছেন। রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন। গণহত্যার পর ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসেও রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করছেন। তাই স্বৈরাচার হাসিনাকে দেশে এনে সকল অপকর্মের বিচার করতে হবে।’
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর দক্ষিণ সুরমার চণ্ডিপুল ও নর্থইস্ট হাসপাতাল এলাকার ভাসমান শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে দীর্ঘদিন গণতন্ত্র ছিল না। বিগত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেননি। জনগণ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চান। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তবর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
এ সময় সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, যুগ্ম-সম্পাদক কোহিনূর আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, আফরোজ মিয়া, সাহিন আহমদ, রাসেল আহমেদ, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।