শুক্রবার থেকে সিলেটে ‘বীরকন্যা প্রীতিলতা’

আগামী শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে সিলেটের রিকাবী বাজারের কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে চট্টগ্রাম সমিতি সিলেট এর সহযোগিতায় প্রদর্শন হতে যাচ্ছে প্রদীপ ঘোষ পরিচালিত চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। শুক্রবার দুপুর ১২টায় চলচ্চিত্রটির প্রদর্শনীর উদ্বোধন করবেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।

প্রদর্শনী চলবে শুক্র ও শনিবার মোট দুইদিন। প্রতিদিন চার শিফটে মোট ৪টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা, বিকেল ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় হবে এসব প্রদর্শনী।

প্রদর্শনীর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে শিক্ষার্থীরা অর্ধেক মূল্যে চলচ্চিত্রটি দেখতে পারবে।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ‘ভালোবাসা প্রীতিলতা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, বিপ্লবী রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও সূর্যসেন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রানী ঘটক, শুধাংশু শেখর বাপটু, শম্ভু ঘোষসহ গুণী শিল্পীরা।

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, এলিটা করিম, দিলশাদ নাহার কনা ও অন্তু আহমেদ।

গত ১ ফেব্রুয়ারি ২০২৩ রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রটির শুভ উদ্বোধন করেন। এরপর ৩ ফেব্রুয়ারি সারাদেশের হলগুলোতে মুক্তি পায় ছবিটি। মুক্তির অষ্টম দিনেই সিলেটে দেখা যাবে ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত এ চলচ্চিত্রটি।