সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “স্বাধীনতা স্কোয়াড” এর উদ্যোগে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সিলেট নগরীতে ছিন্নমূল ও গৃহহীন, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও শীত নিবারণে কম্বল বিতরণ করা হয়।
স্বাধীনতা স্কোয়াডের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বাধীনতা স্কোয়াডের প্রধান উপদেষ্টা ওমর মাহবুব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে রাস্তার পাশে-ফুটপাতে তারা অনেক কষ্টে রাতযাপন করেন।একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।
তিনি প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্ট দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।উপস্থিত ছিলেন, স্বাধীনতা স্কোয়াডের সাধারণ সম্পাদক ইমাম হোসেন খান, মমি, নীপা, প্রচার সম্পাদক নেহা ইসলাম, ইন্তিয়া, সাদিয়া, সানজিদা, নিলয় আহমদ, হালিম, মুক্তাদির, রুমি, মো. আলামিন, নাহিদ, নাজমুল, শরীফ, সাকিব, ডলি, ফাহিমা, সামির আহমেদ, সুহানা, রাতুল প্রমুখ।