শিশু রুবাবার চিকিৎসায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান

ট্রাস্ট মেডিকেল’র জেনারেল ম্যানেজার আনোয়ারুল হক’র মেয়ে রুবাবা তানজিলা। বয়স মাত্র দুই বছর। শিশু রুবাবা জন্মগতভাবে হার্টের জটিল রোগে (কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ) আক্রান্ত। সে মূলত ডেক্সট্রকার্ডিয়াক রোগী।

দেশের ডাক্তারদের পরামর্শে ও সকল আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের সহযোগিতা ও প্রচেষ্টায় রুবাবাকে চিকিৎসার জন্য ভারতের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসার পর রুবাবাকে নিয়ে তার মা- বাবা দেশে ফেরার সময় প্লেনে কার্ডিয়াক এরেস্ট হয়। তাৎক্ষণিক প্লেনে থাকা একদল চিকিৎসকের পরামর্শে ইমার্জেন্সি ল্যান্ডিং করে নাগপুর একটি হাস্পাতালে ভর্তি করা হয়।

এখনো পর্যন্ত শিশু রুবাবা নাগপুর আইসিইউতে চিকিৎসাধীন। তার চিকিৎসায় প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বিল আসছে। এটা কোন স্বল্প মেয়াদি চিকিৎসা নয়। এই বিপুল খরচ চালিয়ে যাওয়া তার মা-বাবার জন্য অসম্ভব রকমের কঠিন কাজ।

একজন মায়ের বুকে তার সন্তানকে ফিরিয়ে আনার কাজে সমাজের মানবিক ও বিত্তশালী লোকজন এগিয়ে আসলে, হয়তো শিশু রুবাবা সুস্থ হয়ে পৃথিবীর আলো-বাতাসে বেড়ে উঠার সুযোগ পাবে আবারও।

আর্থিক সহায়তা পাঠাতে
+৮৮ ০১৮৮২ ৫২৩০৮৬ (বিকাশ পার্সোনাল)
ব্যাংক একাউন্ট নং :1211030008233
একাউন্ট নাম : MD. Jahangir Alom
ডাচ বাংলা ব্যাংক, সিলেট ব্রাঞ্চ।