পৃথিবীর সকল শিশুর সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের লক্ষ্যে আন্তর্জাতিক শিশু দিবস পালন করেছে আবৃত্তি সংগঠন ‘মুক্তাক্ষর’। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় নগরীর কুমারপাড়া রোডস্থ ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে কেক কাটা ও আবৃত্তির আয়োজন করা হয়।
মুক্তাক্ষর’র প্রতিষ্ঠাতা পরিচালক বিমল করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের প্রিন্সিপাল ফাতেমা পারভীন মালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অত্র স্কুলের সিনিয়র শিক্ষক শেখ ছালেহা মাহবুব, শিক্ষক নুরুন নাহার নিশা, শিক্ষক হালিমা আক্তার, শিক্ষক মিনাক্ষি দাশ ও সানি বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ফাতেমা পারভীন বলেন, ‘শিশুরা যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। তাদের মৌলিক অধিকার রক্ষায় আমাদের সবারইকে সবসময় সচেষ্ঠ থাকতে হবে। তিনি বলেন- শিশুরা প্রশ্নের মাধ্যমে নানা বিষয় শিখতে চায়। তাদের প্রশ্ন করাকে বাধা দেয়া যাবে না। তাদের আনন্দ প্রতিটি পরিবারের আনন্দ। পরে শিশুরা তাদের ইচ্ছে মত ছড়া ও কবিতা আবৃত্তি করেন। এসময় প্রায় শতাধীক শিশু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।