শিশুদের দ্বারাই দেশের সমৃদ্ধি ও অগ্রগতি সাধন সম্ভব : কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ‘শিশুর মেধা-মননের সুষম বিকাশে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। আজকের শিশুদের দ্বারাই ভবিষ্যতে দেশের সমৃদ্ধি ও অগ্রগতি সাধন সম্ভব।’

শনিবার (২৮ ডিসেম্বর) নগরীর সৈয়দ নাসির উদ্দিন (র.) স্কুল এন্ড কলেজের সোনালী প্রজন্ম মেধাবৃত্তি, বার্ষিকী ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কয়েস লোদী বলেন, ‘মা-বাবার পর শিক্ষকের প্রভাব শিশুদের জীবনে সবচেয়ে বেশি। অভিভাবকদের এ বিষয়ে সজাগ থেকে তাদের মেধা-মননের পরিপূর্ণ বিকাশে শিক্ষক এবং অভিভাবকের একাত্ম থাকতে হবে। তথ্য প্রযুক্তি ও আধুনিক বিজ্ঞানের আলোকে আমাদের সন্তানদের সু-শিক্ষিত, সু-শৃঙ্খল, কর্মঠ ও আদর্শবাদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সৈয়দ নাসির উদ্দিন (র.) স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হুমায়ুন আহমদ মাসুকের সভাপতিত্বে ও কলেজের শিক্ষক গোলাম কিবরিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ শওকত আলী, পরিচালক সাইফুল ইসলাম, ফয়েজ উদ্দিন, মুফতি নোমান বিন আশরাফী।

এ সময় শিক্ষক জাকিয়া আক্তার, আমিনা আক্তার তিন্নি, ফাতেমা জান্নাত মনি, পিংকী দেব আঁখি, নাছিমা আক্তার, আরিফা আক্তার আশা, মুন্নি আক্তার, আফিয়া আক্তার আখি, তামান্না আক্তার, সাদিকুর রহমান, সাবেরা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।