শিল্পী সমরজিৎ রায় চৌধুরী আর নেই

খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী আর নেই। আজ রোববার (৯ অক্টোবর) বেলা ২টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে সুরজিৎ রায় চৌধুরী।

সুরজিৎ রায় চৌধুরী জানান, গত তিনদিন তার বাবার শরীরের অবস্থার অবনতি হয়। জ্বর কোনোক্রমেই নামছিল না। ৫ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ছিলেন। এক সপ্তাহ পর তাকে বাসায় নেওয়া হয়। ১৫ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন আবার তাকে হাসপাতাল ভর্তি করা হয়। সেখানেই তিনি আজ মারা যান।

সমরজিৎ রায় চৌধুরী ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে চিত্রকলায় অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হন।