শিক্ষার মূল উদ্দেশ্য মানুষ হওয়া : সুনামগঞ্জের জেলা প্রশাসক

সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেছেন, শিক্ষার মূল উদ্দেশ্য হল মানুষ হওয়া। পড়াশোনার পাশাপাশি আমাদের নৈতিক মূল্যবোধ অর্জন করতে হবে। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে কাজ করতে হবে।

সোমবার (২১ মার্চ) দুপুরে দিরাই উপজেলার তাড়ল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা দেশে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। তারই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী ৪র্থ পর্যায়ে জায়গাসহ সেমি পাকা আরও ঘর তুলে দিবেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সিলেট ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার কাউসার চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা তথ্য কর্মকর্তা পারমিতা দাস’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সাইনুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মুক্তাদির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, জিয়াউর রহমান লিটন, ইউপি সদস্য সুমন চৌধুরী।

এ সময় ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী ও অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।