শিক্ষার মানদণ্ড বজায় রাখতে আন্তরিক সরকার : মেয়র

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মেধা বিকাশে সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষার মানদণ্ড বজায় রাখতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত সিটি বেবী কেয়ার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মেয়র আরও বলেন, সিটি কর্পোরেশন পরিচালিত স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থা খুবই ভালো এবং শিক্ষকগণ আন্তরিকতার সাথে পাঠদান করছেন। আগামীতেও এর মান যাতে বজায় থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে।

এসময় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আব্দুল মুহিত জাবেদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানারা বেগম, সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক পরামর্শক অনিল কৃষ্ণ মজুমদার, শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশ, বর্ণমালা সিটি একাডেমীর সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার দাশ তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম, সিনিয়র শিক্ষক মতিউন নাহার রিনা প্রমুখ।