শিক্ষার উন্নয়ন ও প্রসারে এগিয়ে আসুন : প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার নানা প্রকল্প বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমের ফলে শিক্ষার মান বেড়েছে। আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে গড়ে উঠছে। তাই শিক্ষার উন্নয়ন ও প্রসারে সরকারের পাশাপাশি বিত্তবান এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে সারাদেশের লাখ লাখ শিক্ষার্থীকে সহায়তা দিয়ে যাচ্ছে। শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

শিক্ষার বিস্তার ও প্রসারে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা করতে হবে। আধুনিক যুগে যে ধরনের বিষয় লাগে সেদিকে লক্ষ্য রেখেই সরকার কাজ করছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামীম, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার শাহাদাত, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহাব উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টার, বিন্নাকান্দি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন, হাজী মদরিছ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মছব্বির আলী, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিছবাহ উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সদরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টায় মন্ত্রী গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে জাস্ট হেল্প আই হাসপাতালের ১৭ বছর পূর্তি উপলক্ষ্যে চক্ষু শিবির পরিদর্শন করেন। বেলা ২টায় বিন্নাকান্দি উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। বিন্নাকান্দি-গুলনি চা-বাগান রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি। এছাড়া হাজী মদরিছ আলী উচ্চবিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন। বিকেলে মন্ত্রী ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।