সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সিলেট বিভাগের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যার আশু সমাধানের দাবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) মন্ত্রী সিলেট সফরকালে সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের নেতৃত্বে সিলেট সার্কিট হাউজে তাঁর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মজিবর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট বিভাগ গণদাবী ফোরাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, লিডিং ইউনিভার্সিটির আইন শিক্ষার্থী চৌধুরী সামিউর রহমান সায়েম, বিভাগীয়, জেলা ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণ।
স্মারকলিপিতে উল্লেখিত দাবির মধ্যে রয়েছে- সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় সরকারি কারিগরি স্কুল ও কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ স্থাপন ও একটি মাদরাসায় অনার্স কোর্স চালু, অবিলম্বে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, সিলেট এমসি কলেজকে একটি পূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, মৌলভীবাজার জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন, সিলেট প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, শ্রীমঙ্গলে স্থাপিত বাংলাদেশ চা-গবেষণা ইনস্টিটিউকে বাংলদেশ বন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, হবিগঞ্জে স্থাপিত শেখ হাসিনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, সিলেটে একটি আধুনিক অটিস্টিক একাডেমি স্থাপন, সিলেটী নগরী অক্ষরকে সিলেটের আঞ্চলিক ভাষালিপি ও নাগরী ভাষাকে সিলেটের আঞ্চলিক ভাষা হিসেবে স্বীকৃতি ও পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করা, সিলেট বিভাগের সকল শিক্ষা অফিস, দপ্তর ও প্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ কালে সিলেট বিভাগের স্থায়ী অধিবাসীদের নিয়োগ প্রদান, বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট বিভাগের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে অবিলম্বে বিনামূল্যে বই সরবরাহ এবং ছাত্র-ছাত্রীদের বেতন মওকুফ করা।