শিক্ষক হত্যা ও নিগ্রহের প্রতিবাদে শিক্ষক ফোরামের অবস্থান কর্মসূচি

সাভারে কলেজ শিক্ষক হত্যা, নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লাঞ্ছিতের প্রতিবাদে সিলেটে অবস্থান কর্মসূচি ও মৌন মিছিল করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম।

রোববার (২ জুলাই) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।

সংগঠনের সিলেট জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহা-সচিব জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে এবং জেলা সাংগঠনিক সম্পাদক এম.এ. মতিনের পরিচালনায় বক্তব্য রাখেন, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মাধব রায়, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কামরুল আনাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত রায়, সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জয়নুল ইসলাম, ফোরামের জেলা শাখার শিক্ষা সম্পাদক ছয়ফুল আমিন, জৈন্তাপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক রজত ভূষণ সরকার, লুৎফুর রহমান, ফয়ছল আহমদ, সঞ্জয় চন্দ্র দাস প্রমুখ।

বক্তারা বলেন, সুযোগ সুবিধায় অন্যান্য পেশাজীবীদের চেয়ে পিছিয়ে থাকা শিক্ষক সমাজের আজ সম্মান তো দূরে থাক, প্রাণ বাঁচানো ই দায় হয়ে পড়েছে। সাভারে শিক্ষক হত্যা সহ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষক নির্যাতনের ঘটনা শিক্ষাঙ্গনকে এক অনিশ্চিত গন্তব্যে ঠেলে দিচ্ছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষকদের নিরাপত্তায় শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান এবং শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে সরকার, অভিভাবক সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।