শিক্ষকরাই পারেন ভালো মানুষ তৈরী করতে : এমপি নাহিদ

স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রলালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন শিক্ষকরাই পারে ভালো মানুষ তৈরী করতে। স্বনির্ভর আধুনিক বাংলাদেশ গড়তে তিনি শিক্ষদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

রোববার (২২ জানুয়ারি) সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন মাঠে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট ৩৮তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান হাফছা মজুমদার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার। সম্মনিত অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সংসদ সদস্য মোকাব্বির খান, পূবালী ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ হাবিবুর রহমান, হাফছা মজুমদার মহিলা কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও পুবালী ব্যাংকের পরিচালক রানা লায়লা হাফিজ, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, প্রফেসর কবির চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, মো. আব্দুস সবুর, ওসি মোশাররফ হোসেন, জেলা পরিষদ সদস্য ইফজাল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, উপজেলা শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাবিহা নুর ও সাইমা ফয়ছল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) নাজিম উদ্দিন মজুমদার। কোরআন তেলাওয়াত করেন মনছুর আহমদ, গীতাপাঠ করেন জ্যোতিষ চন্দ্র পাল।

হাফিজ আহমদ মজুমদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর বাসিন্দা হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। দেশকে উন্নত বিশ্বে উন্নীত করতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। শিক্ষার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারলেই দেশ উন্নতির শিখরে আরোহন করবে।