৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ওয়াকফ এষ্টেট এর উদ্যোগে আলোচনা সভা, ক্বেরাত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শাহ মোস্তাফিজুর রহমান কামরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মোতাওয়াল্লি শাহ আব্দুল মান্নান। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।
আলোচনায় বক্তব্য রাখেন, সাবেক মোতাওয়াল্লি মরহুম আইব শাহ এর সুযোগ্য উত্তরসূরি অত্র এস্টেটের ক্যাশিয়ার শাহ মুহিবুর রহমান, ৫ নং সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদূর রহমান, সাবেক চেয়ারম্যান ইকরাম হুসেন বখত, সমাজসেবক তাজরুল ইসলাম তাজুল, মনির ইসলাম তুরন, ৮ নং ওয়ার্ড এর মেম্বার আব্দুর রহমান, ৯নং ওয়ার্ড এর মেম্বার সাদিক মিয়া, শাহ শাহাবুদ্দিন, শাহ পংকি, শাহ আবুল, শাহ সিরাজ, শাহ আলমগীরসহ শাহ পরিবারের সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
৫ নং সিলাম ইউনিয়নের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান বলেন, রমজান মাসের শিক্ষা যেন সারা বছর আমাদের মাঝে বিরজমান থাকে। তিনি সমাজিক উন্নয়নে এলাকার যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় তিনি আগামী এপ্রিল ২০২৪ এর শেষ সপ্তাহকে বৃক্ষরোপণ সপ্তাহ ঘোষণা করেন এবং সেই লক্ষ্যে খাদেম পরিবারের সকল সদস্যকে কাজ করার তাগিত দেন। অনুষ্ঠানে ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম শাহ সাইদকে পুরষ্কৃত করা হয়।
পরে মোনাজাত ও ইফতারের মাধ্যমে আনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।