শাহরুখ খানের মান্নাতের সামনে বিক্ষোভ

মুম্বাইয়ে শাহরুখ খানের বাসভবন মান্নাতের সামনে বিক্ষোভ করেছে আনটাচ ইয়ুথ ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সদস্যরা। গেমিং অ্যাপের প্রচারণার প্রতিবাদে তারা এই বিক্ষোভ করছেন।

শনিবার (২৬ আগস্ট) প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা শাহরুখের বাসভবনের সামনে অবস্থান নেয়। পরে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিশৃঙ্খলা এড়াতে মান্নাতের সামনে বড় অঙ্কের পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভকারী বলছেন, জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের প্রচারে লিপ্ত রয়েছেন। যা যুব সমাজের বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তরুণদের বিপথগামী করে তুলছে। এছাড়া এই মুহূর্তে শাহরুখ খান এ২৩ গেমিং অ্যাপের মডেলিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে বেশ কয়েকটি প্ল্যাটফর্মে তাকে গেমিং অ্যাপটির হয়ে প্রচার করতে দেখা গেছে। মূলত এ কারণেই শনিবার দুপুরে সংস্থাটি শাহরুখ খানের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করে।

সিলেট ভয়েস/এএইচএম