হযরত শাহজালাল (রহ.) এর মাজার শরীফের ৭০৪তম পবিত্র ওরস উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াস শরীফ (বিপিএম বার), পিপিএম।
শুক্রবার (০৯ জুন) জুমার নামাজ আদায়ের পর তিনি পবিত্র ওরসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন। এসময় মাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি।
মাজার পরিদর্শনকালে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ০৮, ০৯ ও ১০ জুন সিলেট শহরস্থ হযরত শাহজালাল (রহ.) এর পবিত্র মাজার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ৭০৪তম পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানগণ জিকির আজগার, নফল ইবাদত, পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত, মাজার জিয়ারতের মাধ্যমে ওরস পালন করবেন।
দেশের বিভিন্ন অঞ্চল হতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লিগণ পবিত্র ওরস শরীফে যোগদান করার জন্য মাজার শরীফে জমায়েত হয়।
এদিকে পবিত্র দিনগুলিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ কোন দুস্কৃতিকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে সে লক্ষে সিলেট মহানগর পুলিশ কর্তৃক বিভিন্নস্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশক্রমে মাজারের আশেপাশে ও সারা শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।