শাল্লায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জের শাল্লায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুয়েব চৌধুরী।

শুক্রবার (১৪ জুলাই) সকালে শাল্লা উপজেলা অডিটোরিয়ামে এই বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, তাই কাউন্সিল করে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে হবে। নতুন কাউন্সিল করলে উপজেলার গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব তৈরি হবে।

বক্তারা বলেন, একদল কুচক্রী আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রম ঠেকাতে চায়, সকল নেতাকর্মীরা মিলে তা প্রতিহত করতে হবে। আগামীতে প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলনকে সফল করতে হবে, এতে সবার মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটবে।

প্রধান অতিথির বক্তব্যে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আমাদের আস্থার নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা গত নির্বাচনেও দেখেছি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কুচক্রী মহল এবারও ষড়যন্ত্র করার চেষ্টা চালাচ্ছে । স্বাধীনতা বিরোধী চক্রদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

দ্বদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দল যাকেই মনোনয়ন দিবেন সে আমাদের পছন্দের হউক বা অপছন্দেরই হউক তাকেই বিজয়ী করার চেষ্টা করতে হবে। শেখ হাসিনার সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ পানি বিষয়ক সম্পাদক জামিল আহমেদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড: একে এম শরীফ উদ্দিন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, ২নং হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল বারী লেলিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি পিযুজ কান্তি দাস, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, ফেনী ভূষণ সরকার, ফখরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি রায়, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য পলাশ সরকার পল্টু, হুমায়ুন কবির, সৌরভ চৌধুরী, অমল তালুকদার, রাফিজুল ইসলাম, ইকবাল তালুকদার, ছাত্রলীগ নেতা মোঃ শামীম মিয়া, এস এম জুয়েল, লুৎফর রহমান মাছুম প্রমূখ।