সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ২০ জন পরিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করেছে শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশন।
শনিবার (১১নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরের গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ, নেত্রকোনা জেলার খালিয়াজুরী, কিশোরগঞ্জ জেলার ইটনা, সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩১৮ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় দায়িত্ব পালন করেন শাল্লায় শিক্ষা উন্নয়ন এসোসিয়েশনের ২০ জন শিক্ষক।
কেন্দ্র দু’টিতে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ শেষে উত্তরপত্র মূল্যায়ন করে বিকাল ৩টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে দু’টি ক্যাটাগরিতে মোট ২০জন শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে সহকারি শিক্ষক বসুদেব সরকারের পরিচালনায় ও ঘুঙ্গিয়ার গাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত চৌধুরীর সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাস, অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা উন্নয়ন এ্যাসোসিয়েশন বেশ কয়েকজন শিক্ষকের সমন্বয়ে ২০১৮ সালে আত্মপ্রকাশ করেন। আমাদের শাল্লা হাওরাঞ্চল হলেও শিক্ষা ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে। এটা এগিয়েই থাকবে, তা কেউ থামাতে পারবে না। মেধা বৃত্তি পরীক্ষা মেধাবীদের জন্য একটি শিক্ষনীয় উদ্যােগ উল্লেখ করে বক্তারা বলেন, মেধা বৃত্তি পরীক্ষায় কে পুরষ্কার পেল বা কে পেল না সেটা বড় বিষয় নয়। এই পরিক্ষায় অংশগ্রহণ করে একজন শিক্ষার্থী অনেক কিছু অনুধাবন করতে পারবে। মেধা বৃত্তি পরীক্ষা কোমল মতি শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বিরাট ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন বক্তারা।
আলোচনা অনুষ্ঠান শেষে পরিক্ষায় কৃতকার্য পরিক্ষার্থীদের হাতে পুরষ্কার স্বরুপ নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস, সহকারী শিক্ষক অরবিন্দু দাস, বিজিত তালুকদার, স্বদেশ তালুকদার, সুর্যলাল দাস, সুরঞ্জিত চৌধুরী, সুদীপ্ত দাস, কল্যাণব্রত চৌধুরী, নিউটন তালুকদার, লিজন চৌধুরী, সহকারি শিক্ষক বসুদেব সরকার, লিংকন রায়, চম্পা তালুকদার, পিন্টু তালুকদার, রাজনব্রত সরকার, সীমান্ত তালুকদার, তাপশ দাস, তপন তালুকদার, নীরেশ দাস ও রাজিব চৌধুরী।