শাল্লায় শিক্ষার্থীদের হাসপাতাল ও বাজার পরিদর্শন

সারা দেশের সাথে তাল মিলিয়ে দেশের প্রতিটি সেক্টরকে সংস্কার করার প্রচেষ্টায় সুনামগঞ্জের শাল্লায় এবার হাসপাতাল ও খাদ্য বাজার পরিদর্শন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার (১০ আগস্ট) দুপুর দেড়টার সময় শাল্লা হাসপাতাল ও কাঁচা বাজারের বিভিন্ন দোকানপাট  পরিদর্শন করে তারা।
এর আগে শাল্লা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারের প্রতিটি রাস্তা ও বিভিন্ন পয়েন্টে পড়ে থাকা ময়লা-আর্বজনা পরিষ্কার করে খুব সুনাম কুঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ‘হাসপাতালে চিকিৎসারত রোগীরা খাদ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। রোগীদেরকে নিম্ন মানের খাবার বিতরণ করা হচ্ছে। কাঁচা বাজারের ব্যবসায়িদের সাথেও আমরা আলোচনা করেছি। বিভিন্ন জায়গার খাদ্য পরিবেশকদের সাথেও কথা বলেছি।’
সারা দেশের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটি জিনিসপত্রের সর্বনিম্ন মূল্য রাখা হবে বলে ব্যবসায়িরা তাদেরকে আশ্বস্ত করেছেন।