সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে সুনামগঞ্জের শাল্লায় শুরু হয় বিজয় দিবসের অনুষ্ঠান।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের পর শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর প্রদর্শনী শুরু হয়।
শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে শাল্লা কিন্ডারগার্টেন, ঘুঙ্গিয়ার গাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী শরীরচর্চা প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন।
কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের শরীরচর্চা প্রদর্শনী শেষে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা স্বরুপ তাদের হাতে কাঁচা ফুল তুলে দেওয়া হয়।
বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অমিতা রানী দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা,ছাত্রছাত্রী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ।