শাল্লায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

‘স্মার্ট ভূমি সেবা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের শাল্লায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে।

সোমবার (২২ মে) দুপুর ১২টায় এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, ভূমি সেবা আগের চেয়ে অনেকটাই উন্নত, আগে মানুষ অনেক ভোগান্তি পোহাতে হতো এখন দেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিনত হতে চলেছে তাই ভোগান্তি অনেক কমে গেছে। মাত্র ২৮ দিনের মধ্যে নামজারি সম্পন্ন হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান অমিতা রানী দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, আওয়ামীলীগের সহ-সভাপতি ও ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, ৩নং বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, ১নং আটগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ, অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম রাশেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজীব হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, আনসার কর্মকর্তা শিউলী বেগম সহ প্রমূখ।

সিলেট ভয়েস/এএইচএম