সুনামগঞ্জের শাল্লায় পুলিশের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের আয়োজনে ও শাল্লা থানা পুলিশের সহযোগিতায় এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমটি করা হয়।
বৃহস্পতিবার (২৮মার্চ) দুপুর ১২টায় শাল্লা থানার ভেতরে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে ১৫০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ৩ লিটার তেল, দেড় কেজি ছোলা ও ১ কেজি চিনিসহ মোট পাঁচটি পণ্য রয়েছে।
এসময় পুলিশ সুপার বলেন, ‘আপনারা সবসময় আমাদের পাশে আছেন। বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। বাংলাদেশ পুলিশের যে নিয়মিত দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা ও এলাকার শৃঙ্খলা রক্ষা করা। তার পাশাপাশি পুলিশ বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের পাশে দাঁড়ায়। দেশের গুরুত্বপূর্ণ সময়গুলোতে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। সেই হিসেবেই মাহে রমজান উপলক্ষে বিভিন্ন জায়গায় আইজিপি স্যারের নির্দেশনায় আজকের এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘যদিও এই সামগ্রী পরিমাণে সামান্য তবে আপনাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করেছি। আপনারা যারা কষ্ট করে আসছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের জন্য আমরা দোয়া করি।’
তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশে এখন খুব বেশি গরীব ও হতদরিদ্র নেই। যারাই রয়েছে তারা কোন না কোনভাবে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আছে। সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। এখন বাংলাদেশের মানুষ একেবারেই হতদরিদ্র নেই। আমরা চেষ্টা করি সমাজে যারা গরীব ও দুস্থ তাদের পাশে দাঁড়ানোর জন্য।’
বাংলাদেশ পুলিশ যেন সবসময় মানুষের পাশে থাকতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার।
এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ থানার সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।