শাল্লায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র জব্দ

সুনামগঞ্জের শাল্লায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) জব্দকৃত সেইসব দেশীয় অস্ত্রগুলো থানা প্রাঙ্গণে প্রদর্শন করেছে শাল্লা থানা পুলিশ।

থানা পুলিশ জানায় উপজেলা বিভিন্ন গ্রাম থেকে মারামারি, সংঘর্ষ ও ফৌজদারী মামলায় বিভিন্ন সময় থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

শাল্লায় বহুল আলোচিত ডাবল মার্ডার উপজেলার শাল্লা ইউনিয়নের অন্তগত সাতপাড়া বাজার, কান্দিগাঁও, মেধা, কাশিপুর ও মির্জাপুর সহ বিভিন্ন গ্রাম থেকে পুলিশের অভিযানে দেশীয় এই অস্ত্রগুলো জব্দ করে থানায় হেফাজতে রাখা হয়েছে। অস্ত্রগুলো মধ্যে রয়েছে – বিপুল পরিমাণ টেঁটা, ঢাল, এককাইট্রা (ফলই), লাঠিসোঁটাসহ বিভিন্ন জাতের দেশীয় অস্ত্র।

শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, এলাকার পরিবেশ শান্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যই মূলত এই অস্ত্রগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি বলেন, পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন গ্রাম থেকে মারামারির সময় দেশীয় এই অস্ত্রগুলো উদ্ধার করে জব্দ করা হয়েছিল। যেকোনো সময় যেকোনো জায়গায় পুলিশের এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।