দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল করেছে শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মিছিলটি উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্বাচন অফিসের সামনে এসে নেতৃবৃন্দরা এক সমাবেশে মিলিত হন।
সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ (আল-আমিন) চৌধুরীর নির্দেশনায় এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুবলীগ নেতা লাল আমিন তালুকদারের সঞ্চালনায় ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাসের সভাপতিত্বে মিছিলে নেতৃত্বদেন জেলা যুবলীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাস।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। একাত্তরের সেই পরাজিত কুচক্রীদের শক্ত জবাব দিতে হবে। আর সেটা হবে নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে।
আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার উল্লেখ করে বক্তারা বলেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো আমরা ক্ষমতায় দেখতে চাই। বাংলাদেশের ক্ষমতা আমরা আবারো শেখ হাসিনার কাছে দিতে চাই।
বক্তারা বলেন, নির্বাচন বানচাল করার জন্য বাংলাদেশে যে চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে আমরা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তা প্রতিহত করবো।
সমাবেশে দিরাই-শাল্লা সংসদীয় আসনে চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ (আল-আমীন) চৌধুরীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান উপস্থিত নেতৃবৃন্দ।