ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিভিন্ন স্তরের দপ্তর।
মঙ্গলবার (৭ মার্চ) ভোরে শাল্লা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাণীসম্পদ অধিদপ্তর, বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আনসার বাহিনীসহ সর্বস্তরের জনগণ।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে গণমিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এদিকে দিনটি উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।