সুনামগঞ্জের শাল্লা ও দিরাই উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।
শাল্লায় উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট অবনী মোহন দাস।
দিরাইয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়।
শাল্লায় বিএনপি থেকে বহিষ্কৃত উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকারকে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন অবনী।
ঘোড়া প্রতীক নিয়ে অবণী পেয়েছেন ২৩ হাজার ৯০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি গনেন্দ্র আনারস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৫৭৪ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে ৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুর রহমান পেয়েছেন ৬ হাজার ৪৬৪ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৯ হাজার ৭৬৬ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন সর্বরি মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলপিনা আক্তার পেয়েছেন ১১ হাজার ১৬১ ভোট।
এদিকে দিরাই উপজেলায় প্রদীপ রায় দোয়াত-কলম প্রতীকে ৩০ হাজার ৪৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় ঘোড়া প্রতীকে ১৯ হাজার ৯৩৬ ভোট পেয়েছেন।
উপজেলায় অপর প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া আনারস প্রতীকে ১৫ হাজার ৪৯৭ ভোট পেয়েছেন।