শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের, গৌরবের ও গর্বের বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
মঙ্গলবার (১৪ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার বর্ধিতাংশের উদ্বোধনকালে এসব কথা বলেন উপাচার্য।
এ সময় উপাচার্য আরও বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে আরও ৪টি উন্নতমানের খাবারের জায়গা তৈরি করার কাজ শুরু করেছি। আগামী মাসেই বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার কাজ শুরু করব, যাতে এটি একটি চমৎকার ক্যাফেটেরিয়ায় পরিণত হয়। এরপর থেকে শিক্ষার্থীদের খাবারের জায়গার আর কোনো অভাব থাকবে না।
ক্যাফেটেরিয়ার বর্ধিতাংশের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আক্তারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমেনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
এছাড়া বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।