শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স শাবিপ্রবি(সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার এর ১১তম নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাবিল মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের একই বিভাগের শিক্ষার্থী শ্রেয়সী রায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির বিভাগীয় উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ফরহাদ হাওলাদার।
শনিবার( ২ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সদ্য কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি আল মিনহাজ মবিন, কোষাধ্যক্ষ আব্দুস শুক্কুর প্রমি, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর সারওয়ার, সাংগঠনিক সম্পাদক মিনহাজ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সাকিয়্যে কাউসার, প্রকাশনা সম্পাদক মিথুন প্রসাদী, প্রচার সম্পাদক সাজ্জাদুর রহমান শিহাব, মৈত্রী সম্পাদক ইলিয়াস আলী আফ্রিদি, মেম্বারশিপ অফিসার আমিনুর রহমান।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সৈয়দ আলী মুর্ত্তজা, নওশাদ আহমেদ খান, মারিহা কুমকুম অমি। এছাড়াও স্বেচ্ছাসেবী হিসেবে আছেন তালবিয়া জহির চৌধুরী, ফারসা সুলতানা, প্রজ্ঞা পারমিতা দাস, জুনায়েদ হোসেন, নিবেদিতা রায়, সীমা আক্তার, মোঃ কিবরিয়া প্রমুখ।